travel

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, 2022- টিকিটের মূল্য, ভাড়া এবং বন্ধের দিন

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এক্সপ্রেস এর মধ্যে একতা এক্সপ্রেস। এই ট্রেনটি আন্তঃনগর ট্রেন। একতা এক্সপ্রেসটি ঢাকা এবং দিনাজপুর ‌রেলপথে যাতায়াত করে। একতা এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে দিনাজপুর সকল প্রকার সুযোগ-সুবিধা প্রতিদিন চলাচল করে। এই এক্সপ্রেসে এসি, নন এসি দুটোরই ব্যবস্থা করা হয়েছে। চলতি অবস্থায় একতা এক্সপ্রেস কয়েকটি স্টেশনে দাঁড়ায় মাত্র এবং 9 ঘণ্টা 10 মিনিটের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে। একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকিটের মূল্য, ভাড়া এবং বন্ধের দিন সহ বিভিন্ন তথ্যাবলী এখান থেকে সংগ্রহ করতে পারবেন।

যানবাহন চলাচলের পথ উন্নত হওয়ায় উত্তরবঙ্গের প্রায় সব জেলা থেকে ট্রেনে যাতায়াত করা সম্ভব হয়েছে। অনেক মানুষ তার কর্ম স্থানে যাওয়ার জন্য কিংবা জীবন নির্বাহের জন্য বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করে থাকেন। যাতায়াতের সুবিধার্থে একতা এক্সপ্রেস এর যাবতীয় তথ্যাবলী ও এর অভ্যন্তরীণ অবস্থা সম্মানীয় যাত্রীদের জানা উচিত।

একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

যাতায়াতের ক্ষেত্রে একতা এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে সকাল 9 টা 50 মিনিটে যাত্রা শুরু করে ও গন্তব্যে পৌঁছে সন্ধ্যা সাতটায়। আবার বিরতির সময় কাটিয়ে দিনাজপুর রেল স্টেশন থেকে 706 কোড নিয়ে 9:10 এ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পরের দিন সকাল 8:30 মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে। ঢাকা টু দিনাজপুর যাতায়াতের জন্য একতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য এক‌ই।
ট্রেন নম্বর ট্রেনের রুট সময় শুরু আগমনের সময়
705 Dhakaাকা থেকে দিনাজপুর 09:50 এএম 07:00 PM
706 দিনাজপুর থেকে .াকা 09:10 PM 06: 30 এএম

একতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম

যাতায়াতের সময় যেন সম্মানিত যাত্রীদের কোনরকম ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য আমি একতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম কালেকশন করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি। বাংলাদেশ রেলওয়ে থেকে একতা এক্সপ্রেসের কর্তৃপক্ষ 2021 এই মূল্য নির্ধারণ করেছেন।

আসন বিভাগ টিকিটের মূল্য
শোভন 360 টি কে
শোভন চেয়ার 460 টি কে
স্নিগ্ধা (এসি) 855 টি
এসি বার্থ 1285 টি

একতা এক্সপ্রেস এর সুযোগ সুবিধা

সম্মানীয় যাত্রী বৃন্দদের আন্তঃনগর ট্রেনগুলো অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে থাকেন । আন্তঃনগর এর মধ্যে একটি হলো একতা এক্সপ্রেস। এই এক্সপ্রেস এর অভ্যন্তরে সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন নামাজের স্থান ও খাওয়ার কেবিন। ট্রেনের অফ অভ্যন্তর থেকে অনায়াসে এক বগি থেকে অন্য বগিতে চলাচল করা যায়। কোনো কারণবশত যদি আপনি আপনার নিজের বউ দেখতে না পারেন তাহলে অন্য গাড়িতে উঠে আপনি অনায়াসে আপনার ভবিষ্যতে পৌঁছাতে পারবেন। ট্রেনের অভ্যন্তরে যদি আপনাদের কোন কিছুর প্রয়োজন হয় তাহলে ট্রেনে কর্মরত কর্মকর্তা আপনাকে সহায়তা করবেন।

একতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ স্টেশন গুলো

একতা এক্সপ্রেস ট্রেনটি খুব অল্প জায়গায় বিরতি নিয়ে থাকে। আপনার প্রয়োজন অনুসারে সেই স্টেশনের অবস্থান এক নিমিষে দেখে নিতে পারেন।

স্টেশন নাম Dhakaাকা থেকে দিনাজপুর থেকে
বিমানবন্ডর 10:37 07:25
জয়দেবপুর 11:05 06:50
টাঙ্গাইল 12:05 05:46
বিবি ইস্ট 12; 27 05:24
শহীদ এম মনসুর আলী 13:04
Wardশ্বরদী 14:20
নাটোর 15; 10 03:12
সান্তাহার 16; 00 02:10
আক্কেলপুর 16; 25 01:35
জয়পুরহাট 16; 53 01:18
পাচবিবি 17:06 01:06
বিরামপুর 17:36 00:42
ফুলবাড়ি 17:50 00:28
পার্বতীপুর 18:15 23:50
চিরিরবন্দর 18:40 23:29
দিনাজপুর 19:00 23:04
সেতাবগঞ্জ 19:35 22:32
পিরগঞ্জ 19:51 22:16
ঠাকুরগাঁও 20:15 21:51
রুহিয়া 20:33 21:34
কিসমোট 20:42 21:25

Leave a Reply

Your email address will not be published.