কর্ণফুলী পরিবহনের কাউন্টার নাম্বার

কর্ণফুলী পরিবহনের কাউন্টার নাম্বার, লোকেশন ও অনলাইন টিকিট

আপনারা কি কর্ণফুলী পরিবহনে যাতায়াত করবেন ভাবছেন কিন্তু সঠিক ভাবে কর্ণফুলী পরিবহনের কাউন্টার নাম্বার অবস্থান ও টিকিটের মূল্য না জানায় যেতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক জায়গায় এসেছেন এই আর্টিকেলে আপনি কর্ণফুলী পরিবহনের কাউন্টার নাম্বার অবস্থান টিকিট এর মূল্য জানতে পারবেন। কর্ণফুলী পরিবহনটি নিয়মিত বিভিন্ন রুট থেকে ঢাকায় চলাচল করে। সময় মত গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য অনেকটা আস্তাভাজন জনপ্রিয় হয়ে উঠেছে কর্ণফুলী পরিবহনটি। সম্মানিত যাত্রীদের কথা বিবেচনা করে কর্ণফুলী পরিবহনের কর্তৃপক্ষ এসি নন এসি বাস সার্ভিস চালু করেছে। সম্মানিত যাত্রী বৃন্দগণ তাদের অবস্থা অনুযায়ী এই পরিবহন চলাচল করতে পারবেন।

কর্ণফুলী পরিবহন একটি বিশ্বাসযোগ্য আরামদায়ক ও পরিবহন সেবা প্রতিষ্ঠান। এই পরিবহনটি যাত্রীদের কথা চিন্তা করে এসি উন্নয়নেসি দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। কর্ণফুলী পরিবহন বাংলাদেশের শীর্ষস্থানীয় পরিবহন গুলোর মধ্যে একটি। অন্যতম ভ্রমণযোগ্য পরিবহন হিসেবে পরিচিতি লাভ করেছে যা অভাবনীয়। এই পরিবহনটি বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্রমণ সভা প্রদান করে থাকে যাত্রীদের। কর্ণফুলী পরিবহনের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পরিবহন টির মালিক এবং কর্মকর্তা ও কর্মচারী দের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। তাই আপনারা যারা নিরাপদ ভ্রমণের কথা চিন্তা করছেন তারা কর্ণফুলী পরিবহনে নিঃসন্দেহে যাতায়াত করতে পারেন।

কর্ণফুলী পরিবহনের কাউন্টার নাম্বার

কর্ণফুলী পরিবহনে যাতায়াত করার জন্য আপনাকে অবশ্যই যাত্রার পূর্বেই বিভিন্ন রোড টিকিটের মূল্য, সময়সূচী সম্পর্কে নিশ্চিত ভাবে জানতে হবে তা না হলে ভ্রমণের সময় অনেক বিভ্রান্তিতে পড়তে পারেন। আপনার যদি কর্ণফুলী পরিবহন সম্পর্কে বিস্তারিত ধারণা থাকে তাহলে আপনি যেকোন কাউন্টার থেকে খুব সহজে টিকিট বুকিং করতে পারবেন। তাই আজকে আমি কর্ণফুলী পরিবহনের কাউন্টার এর ঠিকানা ও যোগাযোগ নাম্বার তালিকা করে ধাপে ধাপে দিয়ে দিচ্ছি।

আরও পড়ুন: সকাল সন্ধ্যা এসি বাস টিকিট কাউন্টার নাম্বার, অবস্থান ও টিকিটের মূল্য

ঢাকা থেকে অন্য জেলার টিকিটের মূল্য:

পরিবহন টি দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করে থাকে। বিশেষ করে কর্ণফুলী পরিবহন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় এর পরিবহন সার্ভিস রয়েছে। ঢাকা থেকে রংপুর লালমনিরহাট নীলফামারী ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কর্ণফুলী পরিবহন ভ্রমণ করে থাকে। ঢাকা থেকে বিভিন্ন জেলা টিকিটের মূল্য নিচে আলোচনা করা হলো:

  • রংপুর থেকে ঢাকা ভাড়া-৫০০ টাকা
  • লালমনিরহাট থেকে ঢাকা ভাড়া -৫৫০ টাকা
  • হাতীবান্দা থেকে ঢাকা ভাড়া-টাকা ৫০০
  • নীলফামারী থেকে ঢাকা ভাড়া -৫০০ টাকা
  • ঠাকুরগঞ্জ থেকে ঢাকা ভাড়া-টাকা ৫৫০
  • পঞ্চগড় থেকে ঢাকা ভাড়া-টাকা ৬০০

কর্ণফুলী পরিবহন কাউন্টার নম্বর ও ঠিকানা:

বাংলাদেশের যেসব কটি জেলায় কর্নগফুলি পরিবহন ট্রাভেলস যাত্রীসেবা প্রদান করে থাকে। কর্ণফুলী পরিবহনে কর্মকর্তা ও কর্মচারীদের আচার ব্যবহার বেশ মুগ্ধকর। এই পরিবহনটি যাত্রীসেবা অন্যান্য পরিবহনের তুলনায় বেশ জনপ্রিয়। কর্ণফুলী পরিবহনের যাত্রীসেভার মান অনেক উন্নত ও যাত্রীরা এই পরিবহনটিতে ভ্রমণে অনেক স্বাচ্ছন্দ্যবোধ করে। সকল জেলার টিকিট কাউন্টার ফোন নাম্বার ও যোগাযোগের ঠিকানা নিচে দেওয়া হল:

টিকেট কাউন্টার ঠিকানা যোগাযোগের নম্বর
সায়েদাবাদের প্রধান কার্যালয় 01975833082, 01774012868
লালমনিরহাট প্রধান কার্যালয় 01734350343, 01924236675
বুড়িরহাট বাজার কাউন্টার-লালমনিরহাট 01785426670
ভাল্লারহাট-লালমনিরহাট 01735882815
বোরো খাটা-লালমনিরহাট 01717364031
নাজিম খা কাউন্টার 01723555099
কাচপুর কাউন্টার 01926179142, 01915206620
শাপটিবাড়ি কাউন্টার 01925181259
অফদা বাজার কাউন্টার 01740955106
ভাতমারী কাউন্টার 01713717633, 01856795611
বউরা কাউন্টার-লালমনিরহাট 01715148639
শিবু মার্কেট কাউন্টার 01754838545
আদিতমারী-কুড়িগ্রাম 01723997606
কাকিনা বাজার কাউন্টার 01736816125
জুনতি বাজার কাউন্টার 01792709635
পাটগ্রাম-লালমনিরহাট 01772904797
ভুরুঙ্গামারী কাউন্টার-কুড়িগ্রাম 01923126377
ভোই ঘর কাউন্টার 01911784574
নামুরি কাউন্টার 01737031677
কাকিনা হল 01796162624
পারুলিয়া কাউন্টার 01722655993
কুড়িগ্রাম কাউন্টার 01926798646, 01712932772, 01778117077
হাতিমারা কাউন্টার 01917384997
ফটুল্লা কাউন্টার 01734069245
পলাশী কাউন্টার 01722733609
তুষ ভান্ডার কাউন্টার 01712448345
হাতীবান্দা কাউন্টার-লালমনিরহাট 01722373872
উলিপুর কাউন্টার-কুড়িগ্রাম 01724389145
মাধোপদী কাউন্টার 01672802632
নারায়ণগঞ্জ কাউন্টার 01923-344775
ডোই খোয়া কাউন্টার 01746-609617

কর্ণফুলী পরিবহনের যাত্রীদের নিয়ম ও তথ্যঃ

কর্ণফুলী পরিবহনে যাতায়াত করার জন্য আপনাকে কিছু নিয়মাবলী জানতে হবে। কর্ণফুলী পরিবহন যাত্রীদের সেবন মান দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। ত্রিপন টিতে আছে লাগজারিয়া আরামদায়ক এসি সার্ভিস যা যাত্রীদের ভ্রমণে সহায়তা করে। কর্ণফুলী পরিবহন টিকিটের দাম এর কথা চিন্তা করে কর্তৃপক্ষ অনেকটাই যাত্রীদের সাধ্যের মধ্যে রেখেছে। আপনার নির্ভেজাল ভ্রমণের জন্য নিচে সেই নিয়মাবলী উল্লেখ করে দিচ্ছি।

  • গাড়ি ছাড়ার কমপক্ষে 20 মিনিট আগে সেখানে উপস্থিত থাকতে হবে।
  • একজন যাত্রী সাথে সর্বোচ্চ 10 কেজি ওজনের লাগেজ থাকতে পারবে এর বেশি হলে এক্সট্রা চার্জ প্রযোজ্য রয়েছে।
  • গাড়িতে কোনরকম মাদক ও অবৈধ জিনিসপত্র বহন করা নিষিদ্ধ।
  • সকল যাত্রী কথা বিবেচনায় কেউ গাড়ি চলাকালীন অবস্থায় ধূমপান করতে পারবে না।
  • গাড়িতে ওঠার সময় যাত্রীদের লাগে গাড়ির ব্যাপারে রাখতে হবে এবং গন্তব্য স্থানে পৌঞ্চানোর কিছু পূর্বে লাগেজ সংগ্রহ করে নিতে হবে।
  • কোনো কারণবশত কেউ যদি বাস মিস করে যায় তাহলে বাসের কর্তৃপক্ষ কোনও রকম দায়ী থাকবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *