টেকনো ফোনে নতুন চমক: সুপ্রিয় পাঠক বন্ধুরা আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের টিপস টেকনো ফোনে নতুন চমক। অবশেষে দেশের বাজারে মুক্তি পেল টেকনো ক্যামন ১৯ নিও স্মার্টফোনটি। বন্ধুরা ফোনটির ডিজাইন ও ক্যামেরা নিয়ে বেশ ঢালাওভাবে প্রচারণা চালাচ্ছে টেকনো। কিন্তু কেমন হলো এই টেকনো ক্যামন ১৯ নিও, সেই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করবো আমাদের এই পোস্টে।
আরও পড়ুন: নতুন সস্তা স্মার্টফোন ইনফিনিক্স হট 12i এলো সবার প্রকাশে
ডিজাইন ও ডিসপ্লে
টেকনো ক্যামন ১৯ নিও ডিভাইসটি যদি আমরা এক কথায় বলতে যাই তাহলে বলা যায় অসাধারণ। এই ফোনটিতে হালের ট্রেন্ড, বক্সি টাইপের ডিজাইন ও আপনাদের চোখে পড়বে। ফোনের ব্যাকে রয়েছে দুইটি ক্যামেরা কাটআউট যার একটিতে প্রাইমারি ক্যামেরা ও অন্যটিতে সেকেন্ডারি ক্যামেরাগুলো স্থান পেয়েছে। ফোনের পেছনে এক ধরনের গ্রাডিয়েন্ট টাইপের ফিনিশ দেওয়া হয়েছে যা দেখতে বেশ চমৎকারই লাগে। এছাড়াও ফোনটির ফিংগারপ্রিন্ট সেন্সরে থাকছে ফোনের পাওয়ার বাটনের সাথে। ফিংগারপ্রিন্ট বোঝানোর জন্য এর কালার কিছুটা আলাদা হওয়ায় ফোনটির ডিজাইনে আলাদা একটি সৌন্দর্য যোগ হয়েছে।
বন্ধুরা এবার কথা বলা যাক টেকনো ক্যামন ১৯ নিও এর ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ৬.৮০ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। ফোনের বেজেলটা বেশ ছোট হলেও নিচের দিকের চিন কিছুটা বেমানান লাগতে পারে অনেক বন্ধুর চোখে। এই ডিসপ্লে ফুলএইচডি প্লাস, তবে এখানে থাকছেনা কোনো ধরনের হাই রিফ্রেশ রেট। বাজারে এর চেয়ে অনেক কম দামের ফোনেও আমরা ৯০হার্জ রিফ্রেশ রেট দেখেছি, তাই এই ফোনটিতে এই ফিচার দেওয়াই যেতো।
পারফরম্যান্স
বর্তমানে টেকনো ক্যামন ১৯ নিও কিন্তু পারফরম্যান্স সেক্টরে কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও জি৮৫ চিপসেট। এই চিপসেটটি বেশ শক্তিশালী যা ইতিমধ্যে আমরা অনেক ফোনে ব্যবহৃত হতে দেখেছি। বন্ধুরা এর কার্যকরিতা নিয়ে কমবেশি আমাদের সবারই ধারণা রয়েছে। মিড-রেঞ্জের ফোনগুলোতে এই চিপসেট বেশ কমন হলেও পারফরম্যান্স বিচারে এই চিপসেট বেশ অসাধারণ । অর্থাৎ টেকনো ক্যামন ১৯ নিও ফোনটির পারফরম্যান্সে কোনো ধরনের কমতি চোখে পড়ার মতো না।
টেকনো ক্যামন ১৯ নিও ফোনটিতে ব্যাটারি থাকছে ৫০০০মিলিএম্প । গ্রাহক বন্ধুদের ১৮ওয়াট ফাস্ট চার্জার পেয়ে যাবেন টেকনো ক্যামন ১৯ নিও ফোনটির বক্সে।
ক্যামেরা
পাঠক বন্ধুরা এবার কথা বলি টেকনো ক্যামন ১৯ নিও এর ক্যামেরা সম্পর্কে। এই ফোনের ক্যামেরা নিয়ে অনেক আশাবাদী টেকনো প্রতিষ্ঠান। হওয়ারই কথা, কেননা টেকনো’র ক্যামন সিরিজের ফোনগুলোতে মূলত ক্যামেরা-ফোকাসড ফোন হয়ে থাকে। ফোনটির পারফরম্যান্স এর সাথে এর ক্যামেরাও দাম বিবেচনায় বেশ এগিয়ে।।
৪৮মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটাপ রয়েছে টেকনো ক্যামন ১৯ নিও স্মার্টফোনটিতে। ৪৮মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সরের পাশাপাশি ২মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও আরেকটি ভিজিএ ক্যামেরা রয়েছে। দুঃখের বিষয় হলো এই ফোনে আলট্রাওয়াইড ক্যামেরা নেই। এই দামের ফোন থেকে আলট্রা-ওয়াইড ক্যামেরা ফিচার আমরা আশা করতেই পারি।
টেকনো ফোনে নতুন চমক
একনজরে টেকনো ক্যামন ১৯ নিও এর স্পেসিফিকেশনঃ
- ডিসপ্লেঃ ৬.৮০ইঞ্চি
- প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৮৫
- র্যামঃ ৬জিবি স্টোরেজঃ ১২৮জিবি
- ব্যাক ক্যামেরাঃ ৪৮মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
- ফ্রন্ট ক্যামেরাঃ ৩২মেগাপিক্সেল
- ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
- দামঃ ১৮,৪৯০টাকা।