নোরা ফাতেহি(Nora Fatehi)-বলিউড এর জনপ্রিয় জনপ্রিয় নায়িকা নোরা ফাতেহিকে কে না চেনে। অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে আরব কন্যা নোরা ফাতেহি। এই জনপ্রিয় অভিনেত্রী 1992 সালের 6 ফেব্রুয়ারি টরেন্ট অন্টরিও কানাডায় জন্মগ্রহণ করেন। প্রথমত তিনি কানাডা মডেল নৃত্যশিল্পী অভিনেত্রী ও গায়িকা ছিলেন। কানাডার মরোক্কান কানাডিয়ান পরিবারে জন্ম তার ও কানাডায় তার বেড়ে ওঠা। তবে তিনি বিভিন্ন সাক্ষাৎকারে হৃদয়ে ভারতীয় বলে নিজেকে প্রকাশিত করেছিলেন। নোরা ফাতেহি বলিউডে অভিষেক হয় রোয়ার টাইগার অফ দ্য সুন্দরবনস সিনেমায় অভিনয়ের মাধ্যমে। নোরা ফাতেহি(Nora Fatehi).
এছাড়া নোরা ফাতেহি তেলুগু সিনেমা টেম্পার, বাহুবলী, দ্য বিগিনিং ও কিক ২ এসব চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন এবং সেখান থেকে তার জনপ্রিয়তা বৃদ্ধি শুরু হয়। 2015 সালে তিনি বিগ বস শো এ অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি 84 দিন পর্যন্ত টিকে ছিলেন। নোরা ফাতেহি তার অভিনয় মডেল ও ক্ষিপ্ত নিতে দর্শকের মন জয়ের সাথে সাথে 2020 সালে জি সিনেমা অ্যাওয়ার্ড লাভ করেছেন।
আরও পড়ুন: নববধূকে সাজানোর জন্য ১০টি স্পেশাল মেকআপ টিপস
Nora Fatehi ব্যক্তিগত পরিচয়-
- নামঃ নোরা ফাতেহি
- জন্মঃ ৬ ফ্রেবরুয়ারী,১৯৯২
- জন্মস্থানঃ টরেন্ট,অন্টেরিও,কানাডা
- বয়সঃ ২৯ বছর > 2022
- ধর্মঃ ইসলাম
- বিবাহিত অবস্থাঃ অবিবাহিত
- পছন্দের নায়কঃ অমিতাব বচ্চন,হৃতিক রশন,রাজ কুমার রাও।
- অধ্যায়নঃ ইর্য়ক ইউনির্ভাসিটি।
নোরা ফাতেহির কর্মজীবন
Nora Fatehi বলিউডে প্রবেশ করে রোয়ার টাইগার অফ সুন্দরবন সিনেমায় অভিনয় এর মাধ্যমে। ইমরান হাসমির মিস্টার এক্স মুভি তিনি অভিনয় করেছেন। এছাড়া তেলুগু মুভি কিক টু বাহুবলী আইটেম গানে অভিনয় করেছেন। 2015 সালে তেলেগু মুভি অভিনয় করার জন্য তিনি চুক্তিবদ্ধ হন। এবিসিডি 2 সিনেমাতেও অভিনয় করেছেন। নোরা ফাতেহি ভাষা ইংরেজি হলেও তিনি হিন্দি বাংলা আরবি ফরাসি ভাষাতে কথা বলেন।
-নোরা ফাতেহি অভিনিত চলচ্চিত্রঃ
- রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস -ভাষা > হিন্দি, চরিত্র > সিজে
- ক্রেজি কুক্কাড় ফ্যামিলি -ভাষা > হিন্দি, চরিত্র > অ্যামি
- টেম্পার তেলুগু -‘ইত্তাগে রেচ্চিপোদাম’ গানে বিশেষ উপস্থিতি
- মি. এক্স -ভাষা > হিন্দি, চরিত্র > বিশেষ উপস্থিতি
- ডাবল ব্যারেল – ভাষা মালয়লাম, চরিত্র > বিশেষ উপস্থিতি
- বাহুবলী: দ্য বিগিনিং -তেলেগু/তামিল
- মনোহরী’ গানে বিশেষ উপস্থিতি
- কিক ২ তেলুগু গানে বিশেষ উপস্থিতি
- রকি হ্যান্ডসাম -হিন্দি -‘রক দ্য পার্টি’ গানে বিশেষ উপস্থিতি।
- উপ্রি -তেলুগু / তামিল নেমালি ‘দূর নাম্বার’ গানে বিশেষ উপস্থিতি।
- মাই বার্থডে সং – হিন্দি -স্যান্ডি সত্যমেভ জয়তে ‘দিলবার’ গানে বিশেষ উপস্থিতি।
- স্ত্রী -কামারিয়া গানে বিশেষ উপস্থিতি।
- কায়ামকুলাম কচুনি -মালয়ালাম
- ন্রিথাগীথিকালেন্নুম ‘ গানে বিশেষ উপস্থিতি
- ভারত -হিন্দি, – চরিত্র > সুসান
- বাটলা হাউস – হিন্দি – ‘সাকি সাকি’গানে বিশেষ উপস্থিতি।
- মারজাভান -হিন্দি -আইটেম গানে বিশেষ উপস্থিতি।
- স্ট্রিট ড্যান্সার -হিন্দি, চরিত্র > -মিয়া।
.নোরা ফাতেহি রিলেশনশিপ
ফাতেহির এক্স বয়ফ্রেন্ড ছিলেন অঙ্গাদ বেদি তিনি ছিলেন একজন মডেল ও টিভি অভিনেতা। এছাড়াও তিনি ভারুন কুমার নামের এক বডিবিল্ডার এর সাথে ও সম্পর্ক ছিল। পিৃন্স নারুলার নামে একজন টিভি পারসোনালিটির সাথে সম্পর্ক ছিল।
Nora Fatehi নতুন গানঃ
- ইলিগাল ওয়েপন
- বেজুবা
- নাচি-নাচি
- হিন্দুস্তানী
- নাচ মেরি রানী
- ছোর দেঙ্গেে
Nora Fatehi স্বামী কে?
আপনি যদি বলিউড অভিনেত্রী অভিনেতাদের খোঁজখবর নেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মধ্যে বিয়ের ব্যাপারে যেন একটা উদাসীনতা কাজ করে। কেননা এমন অনেক অভিনেতা-অভিনেত্রীদের আপনি দেখতে পারবেন যারা অভিনয় জগতে পা রাখার পরে আর বিয়ে করেনি। এখনো এরকম অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যে তারা বিয়ের ব্যাপারে কেন জানি উদাসীন। ঠিক তেমনি ভাবে আমরা অনেকেই জানতে চাই যে নোরা ফাতেহি স্বামী এর নাম কি। আপনারা যারা আসলে এই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাদের সকলকে বলব যে নোরা ফাতেহি এখন পর্যন্ত বিয়ে করেনি।
তবে কিছু কিছু গণমাধ্যমের সূত্রে জানা যায় যে তিনি বেশ কিছু মানুষের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তাদের মধ্যে অন্যতম হলো, Varinder Ghuman যিনি পেশায় একজন বডিবিল্ডার ছিলেন। তার পাশাপা এর পাশাপাশি তিনি আরো বিভিন্ন ধরনের টিভি-অ্যক্টর এর সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন। আর তাদের নাম হলো, Prince Narula যিনি পেশায় একজন অ্যাক্টর ছিলেন। এবং নোরা ফাতেহি Angad Bedi নামের একজন টিভি এক্টরের সাথেও সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু নোরা ফাতেহি এখনো অবিবাহিত একজন অভিনেত্রী।
Nora Fatehi কোন ধর্মের অনুসারী?
আপনি যদি বর্তমান সময়ের আলোচিত আইটেম সং এর কথা চিন্তা করেন। তাহলে সবার আগে যে নামটি আসবে সেটি হল নোরা ফাতেহি। আর সেই কারণে আমরা অনেকেই জানতে চাই যে, নোরা ফাতেহি কোন ধর্মের অনুসারী। যদি আপনিও সেই বিষয়টি সম্পর্কে জানতে চান। তাহলে আমি আপনাকে বলব যে, জন্মসূত্র থেকে নোরা ফাতেহি হল ইসলাম ধর্মের অনুসারী। এবং তিনি ইসলাম ধর্ম পালন করার পরেও চলচ্চিত্র জগতে বলিউডে হট গার্ল হিসেবে নিজেকে পরিচিতি করতে পেরেছেন।