প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা খুব সহজে পারমাণবিক সংখ্যা মনে রাখতে চান তাদের জন্য আমাদের আজকের টিপস। আমাদের এই পোস্টে আমরা পারমাণবিক সংখ্যা মনে রাখার সহজ উপায় ও কৌশল নিয়ে আলোচনা করেছি। আপনারা খুব সহজেই কিছু জাদুকরি উপায় এর দ্বারা পারমাণবিক সংখ্যা মনে রাখতে পারবেন।
সব থেকে সহজ ভাবে পারমাণবিক সংখ্যা মনে রাখার উপায় গুলো আজকের পোস্টে বর্ণনা করা হয়েছে আশা করছি এগুলো সকল ক্লাসের শিক্ষার্থী বন্ধুদের অনেক সাহায্য করবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বৃত্তি অনলাইন আবেদন ২০২৩ – স্নাতক উপবৃত্তি
পারমাণবিক সংখ্যা মনে রাখার কৌশল
আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা ও মনে রাখতে পারিনা। তাদের জন্য একটি সহজ উপায়ে আমরা এই পোস্টে দিয়েছি। যে নিয়মটি আপনারা নিজের আয়ত্ত করতে পারবেন। আপনারা আর পারমাণবিক সংখ্যা কোনদিন ভুলবেন না। কোন রকম অসুবিধা ছাড়াই সকল মৌলের পারমাণবিক সংখ্যা গুলো বলতে পারবেন।
পারমাণবিক সংখ্যা কি বা কাকে বলে?
কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক তড়িৎ এর মোট একক সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা বলে।
যেহেতু, আমরা জানি প্রত্যেক প্রোটনে ধনাত্মক তড়িৎ এর পরিমাণ এক একক ; সুতরাং, কোনো পরমাণুর সে নিউক্লিয়ায় অবস্থিত প্রোটনগুলির মোট সংখ্যাই হল ওই পারমাণবিক সংখ্যা । পারমাণবিক সংখ্যাকে ‘Z’ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।
পারমাণবিক সংখ্যা মনে রাখার সহজ উপায়
এই পোস্ট টিতে আমরা কয়েকটি ছন্দের মাধ্যমে পারমাণবিক সংখ্যা গুলো মনে রাখার পদ্ধতি আলোচনা করেছি। আপনাদেরকে অবশ্যই ছন্দ গুলো ভালোভাবে বুঝতে হবে এবং মুখস্ত করে মনে রাখতে হবে। তাহলে আর দেরি না করে নিচে থেকে ছন্দ গুলো দেখে নিন।
প্রথম ছন্দঃ হাহিলি বে বো কা না অফ্লোনি
ছন্দ – পারমাণবিক সংখ্যা – প্রতীক – নাম
হা 1 H Hydrogen (হাইড্রোজেন)
হি 2 He Helium (হিলিয়াম)
লি 3 Li Lithium (লিথিয়াম)
বে 4 Be Beryllium (বেরিলিয়াম)
বো 5 B Boron (বোরন)
কা 6 C Carbon (কার্বন)
না 7 N Nitrogen (নাইট্রোজেন)
অ 8 O Oxygen (অক্সিজেন)
ফ্লো 9 F Fluorine (ফ্লোরিন)
নি 10 Ne Neon (নিয়ন)
২য় ছন্দঃ সো ম্যা অ্যাসিফ সাক্লো আ পক্যা
ছন্দ – পারমাণবিক সংখ্যা – প্রতীক – নাম
সো 11 Na Sodium (সোডিয়াম),Natrium
ম্যা 12 Mg Magnesium (ম্যাগনেসিয়াম)
অ্যা 13 Al Aluminium (অ্যালুমিনিয়াম)
সি 14 Si Silicon (সিলিকন)
ফ 15 P Phosphorus (ফসফরাস)
সা 16 S Sulfur (সালফার)
ক্লো 17 Cl Chlorine (ক্লোরিন)
আ 18 Ar Argon (আর্গন)
প 19 K Potassium (পটাশিয়াম),Kalium
ক্যা 20 Ca Calcium (ক্যালসিয়াম)
৩য় ছন্দঃ স্কুল টাইমে ভালবেসে কালা মনিকে ফেলে কণিকাকে নিয়ে ক্যাফেতে যান
ছন্দ – পারমাণবিক সংখ্যা – প্রতীক – নাম
স্কুল 21 Sc Scandium (স্ক্যানডিয়াম)
টাইমে 22 Ti Titanium (টাইটানিয়াম)
ভালবেসে 23 V Vanadium (ভ্যানাডিয়াম)
কালা 24 Cr Chromium (ক্রোমিয়াম)
মনিকে 25 Mn Manganese (ম্যাঙ্গানিজ)
ফেলে 26 Fe Iron (আয়রন)Ferrum
কণিকাকে 27 Co Cobalt (কোবাল্ট)
নিয়ে 28 Ni Nickel (নিকেল)
ক্যাফেতে 29 Cu Zinc (জিংক)
৪র্থ ছন্দঃ গরু ঘোড়া এসেছে সাজতে বাবার কুটিরে
ছন্দ – পারমাণবিক সংখ্যা – প্রতীক – নাম
গরু 31 Ga Gallium (গ্যালিয়াম)
ঘোড়া 32 Ge Germenium (জার্মেনিয়াম)
এসেছে 33 As Arsenic (আর্সেনিক)
সাজতে 34 Se Selenium (সেলেনিয়াম)
বাবার 35 Br Bromine (ব্রোমিন)
কুটিরে 36 Kr Krypton (ক্রিপটন)
পারমাণবিক ভর মনে রাখার উপায়
এই পোস্টে আমরা খুব সহজ নিয়মে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার পদ্ধতি বলেছি। আশা করছি এর মাদ্ধমে আপনারা খুব সহজে পারমাণবিক ভর সংখ্যা মনে রাখতে পারবেন। আমরা যে নিয়ম বলবো সেখানে তিনটি জায়গায় ব্যাতিক্রম থাকবে। হাইড্রোজেন নাইট্রোজেন এবং আর্গনের ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। যা আপনাদেরকে মুখস্ত করে মনে রাখতে হবে।তাহলে ব্যক্তিক্রম বাদে বাকি মৌলের পারমাণবিক ভর মনে রাখার উপায়।
যদি পারমাণবিক সংখ্যা জোড় হয়। তাহলে 2*n।অর্থাৎ পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করতে হবে।
যেমন: He (হিলিয়াম) এর পারমাণবিক সংখ্যা 2। তার মানে এটা জোর। তাহলে এটাকে ২ দিয়ে গুণ করতে হবে। তাহলে হিলিয়ামের পারমাণবিক ভর ৪।
বিশেষ দ্রষ্টব্য: সকল জোর পারমাণবিক সংখ্যার মৌলের ভর সংখ্যা একই নিয়মে বের করতে হবে।
যদি পারমাণবিক সংখ্যা বিজোড় হয়। তাহলে 2*n+1। অর্থাৎ এক যোগ করে দিতে হবে।
লিথিয়াম (Li) এর পারমাণবিক সংখ্যা 3। অর্থাৎ এই মৌলটি বিজোড়। তাহলে বিজোড় সূত্র ব্যবহার করতে হবে। ২*৩+১ অর্থাৎ লিথিয়াম এর পারমাণবিক ভর 7।
বিশেষ দ্রষ্টব্য: বাকি বিজোড় মৌলগুলোর ভর সংখ্যা একিভাবে বের করতে হবে।
সর্বশেষ কথা,,, বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি রসায়ন বিষয়ক সকল কিছু সহজ পদ্ধতিতে মনে রাখার নিয়ম গুলো তুলে ধরার জন্য । আশাকরি পারমাণবিক সংখ্যা কিভাবে সহজে মনে রাখা যায় সেটি আপনারা ভালো ভাবে বুঝতে পেরেছেন। পোস্টটি যদি আপনাদের কাছে দরকারি বলে মনে হয় তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। যাতে বাকিরা জানতে পারে পারমাণবিক সংখ্যা মনে রাখার কৌশল ও সহজ উপায়।