খতিয়ান বের করার নিয়ম: জমির কাগজপত্র খুঁজে বের করা একটি জটিল কাজ যা মানুষকে বিরক্ত করে দেয়। পূর্বে জমির খতিয়ান খোঁজার জন্য তফসিল অফিসে গিয়ে সিরিয়াল দিতে হতো তবুও পাওয়া দুষ্কর। বর্তমানে সবকিছু ডিজিটাল হওয়ার কারণে এখন জমির খতিয়ান ও খুঁজতে সিরিয়াল দিতে হয়না তফসিল অফিসে অল্পসময়ের মধ্যেই জমির খতিয়ান খুঁজে পাওয়া সম্ভব। আগে মানুষ ভূমি অফিসে গিয়ে কাগজের স্তুপ এর মধ্য থেকে ঘন্টার পর ঘন্টা হয়রানি হয়ে খুঁজে বের করত জমির খতিয়ান কিন্তু এখন অনলাইনে জমির খতিয়ান অপশনে একটি ক্লিকেই বের হয়ে আসছে বি এস খতিয়ান, সি এস খতিয়ান, আর এস খতিয়ান, এবং এস এ খতিয়ান।
আরও পড়ুন: eporcha (ই পর্চা) – eporcha gov bd লগিন,খতিয়ান অনুসন্ধান, আবেদন, মালিকানা যাচাই
খতিয়ান বের করার নিয়ম
১,অনলাইনে জমির খতিয়ান বের করার জন্য সর্বপ্রথম আপনাকে জমির খতিয়ান এর ওয়েবসাইট লিংকটিতে ক্লিক করতে হবে। [https:/
www.eporcha.com.bd/ khotian search panel]
২. আপনাদের জমির জরিপ নাম্বার অনুযায়ী বি এস, সি এস ,আর এস, এস এ, পটি, দিয়ারা ইত্যাদি কোন ধরনের সেটি বাছাই করে নিন। এরপর প্রথম বিভাগ পরপর জেলা, উপজেলা, সবশেষে মৌজা সিলেক্ট করে নিন।
৩. আপনাদের জমির খতিয়ান যাচাই জন্য আপনাদের চারটি অপশন দেওয়া হবে। (ক) খতিয়ান নং অনুযায়ী। (খ) দাগ নং অনুযায়ী। (গ) মালিকানার নাম অনুযায়ী। (ঘ) পিতা /স্বামীর নাম অনুযায়ী।
উপরের চারটি অপশন এর মধ্যে আপনাদের কাছে যে তথ্যটি সংরক্ষিত আসছে সেই তথ্যটি বামপাশে মাউস দিয়ে নির্দৃষ্ট ঘরে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট নিশ্চিত হয়ে গেলে নিচে আর একটি অপশন আসবে সেই অপশনে আপনাদের বসাতে হবে পূর্বে আপনারা খতিয়ান নং কিংবা দাগ নং কিংবা মালিকানার নাম কিংবা পিতা /স্বামীর নাম এর মধ্যে যেটি সিলেক্ট করেছেন একটি এই ওখানে সিলেক্ট করে নিন।
৪. পরের অপশনে আপনাদের দুটি সংখ্যা যোগ করতে বলা হবে আপনারা যোগ করে সেদিকে নিচের বক্সে লিখবেন।
৫. সবশেষে আপনাদের কে সার্চ অপশনে ক্লিক করতে হবে তাহলেই আপনারা আপনাদের জমির খতিয়ান দেখতে পারবেন।
খতিয়ানের অনলাইন কপি সংগ্রহ করার নিয়ম
অনলাইন থেকেই আপনারা যদি আপনাদের জমির খতিয়ান এর কপি সংগ্রহ করতে চান তাহলে আপনাদের কে আবেদনের সময় নাগরিকের নাম , পরিচয় পত্র নাম্বার ,মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এখানে দিতে হবে। আপনাদের প্রয়োজনীয় তথ্য পেতে আপনাদেরকে মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে খতিয়ানের ফি দিতে হবে। ফি পরিশোধ হয়ে গেলে অনলাইন থেকে সরাসরি আপনারা আপনাদের জমির খতিয়ান এর কপি সংগ্রহ করে নিতে পারবেন।
আরো জানতে ভিজিট করুনঃ-ই- পর্চা www.eporcha.gov.bd অনলাইনে যে কোন খতিয়ান, মালিকানা যাচাই প্রক্রিয়া 2022
তবে উপরের নিয়মকানুনগুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে জমি কেনাবেচার ক্ষেত্রে আপনাদের কোন জালিয়াতে পরতে হবে না। আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবে তুমি আসল মালিক সম্পর্কে।
ই খতিয়ান যাচাই ও খতিয়ান অনুসন্ধান
- প্রথমে ভিজিট করুন https://eporcha.gov.bd/khatian-search-panel
- বিভাগ নির্বাচনঃ আপনার নিজস্ব বিভাগ এখানে নির্বাচন করতে হবে।
- জেলা নির্বাচনঃ আপনি কোন জেলার অন্তর্ভুক্ত তা এখানে নির্বাচন করুন।
- খাতিয়ান টাইপ নির্বাচনঃ আপনি মুলত কোন ধরনের খতিয়ান বের করতে চান তা নির্বাচন করুন।
- উপজেলা নির্বাচন করুনঃ আপনি কোন উপজেলার অন্তর্ভুক্ত তা এখানে নির্বাচন করুন।
- মৌজা নির্বাচন করুনঃ আপনার মৌজার নাম কি তা নির্বাচন করুন।
- খতিয়ান নংঃ আপনি যে জমির খতিয়ামটি বের করতে তা এখানে সিলেক্ট করুন।
- দাগ নাম্বারঃ যদি আপনার জমির দাগ নাম্বারটি থেকে থাকে তাহলে এখানে সিলেক্ট করুন।
- মালিকানা নামঃ মালিকানা নাম যদি থাকে তাহলে এখানে মেনশন করুন
- পিতা/স্বামীর নামঃ পিতা/স্বামীর থাকলে তা এখানে নির্বাচন করুন।
- ক্যাপচা কোড লিখুনঃ এখানে উল্লিখিত ক্যাপসা কোডটির অনুরুপ ফাঁকা জায়গাতে টাইপ করুন।
সর্বশেষে, উপরোক্ত তথ্য গুলো দিয়ে পুরোন করা হলে অনুসন্ধান অপশনে ক্লিক করুন।
Related