ইমেইল আইডি ভুলে গেলে উদ্ধার করার উপায়

ইমেইল আইডি ভুলে গেছি উদ্ধার করার উপায় I

ইমেইল আইডি ভুলে গেছি: বন্ধুরা কথা গুলো শুনতে আজব লাগলেও একথা কিন্তু সত্যি যে, নিজের ইমেইল এড্রেস আমরা অনেকেই ভুলে গিয়ে থাকি। ইমেইল আইডি ভুলে যাওয়ার বিষয় টা আমাদের দেশের মানুষের মধ্যে অহরহ দেখা যায়। বন্ধুরা আপনারা কিভাবে ভুলে যাওয়া ইমেইল এড্রেস উদ্ধার করতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত জানবেন আমাদের আজকের এই পোস্টে।

আমাদের হারিয়ে যাওয়া বা ভুলে যাওয়া জিমেইল এর এড্রেস ও পাসওয়ার্ড রিকুভারি করার উপায় (gmail password recovery) সম্পর্কে আজ আলোচনা করব। এই আর্টিকেল পড়লে আশা করি আপনার পুরনো জিমেইল আইডি পাসওয়ার্ড ফিরে পেতে পারেন।

আরও পড়ুন: ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার নিয়ম || অনলাইন ট্রান্সলেটর

ইমেইল আইডি ভুলে গেছি উদ্ধার করার উপায়

তবে ইমেইল ভুলে যাওয়া ঠেকাতে বা ইমেইল ভুলে গেলে সহজে তা উদ্ধার করতে আপনারা আগে থেকে দুইটি উদ্যোগ নিয়ে রাখতে পারেন। প্রথমটি হলো একাউন্টের সাথে একটি রিকভারি ইমেইল যুক্ত করা, অন্যটি হলো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা। এই দুইটি বিষয়‌ আপনারা আগে থেকে অনুসরণ করলে ভুলে যাওয়া ইমেইল এড্রেস সহজে উদ্ধার করতে পারবেন।

ব্রাউজার হিস্টোরি

প্রথমেই আপনাদের জানতে হবে ব্যাসিক একটা কৌশল । আপনারা যদি ভুলে যাওয়া ইমেইল একাউন্ট ব্যবহার করে ইতিমধ্যে কম্পিউটারে লগিন করে থাকেন, তবে আপনাদের ব্রাউজারের হিস্টোরিতে লগিন করে ইনবক্স এর লিংক খুঁজে বের করে ইমেইল আইডি এর খোঁজ করতে পারেন। আপনাদের ইমেইল এড্রেস আপনাদের সংশ্লিষ্ট ইনবক্সের টাইটেলে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ইনবক্সে আপনারা হয়ত ইতোমধ্যেই লগিন করেছেন।

সেক্ষেত্রে হয়ত শুধুমাত্র পাসওয়ার্ড প্রবেশ করালেই আপনারা লগইন করতে পারবেন। ব্রাউজার হিস্টোরি থেকে ইনবক্স এর লিংক খুঁজে বের করে উক্ত লিংকে ক্লিক করলেই আপনারা লগিন পেজ দেখতে পাবেন, যেখানে আপনাদেরকে পাসওয়ার্ড প্রদান করতে বলা হতে পারে। অর্থাৎ আপনাদের ভুলে যাওয়া ইমেইল বেশ সহজে খুঁজে পেয়ে যাবেন এই পদ্ধতি অনুসরণ করে।

ভুলে যাওয়া জিমেইল আইডি উদ্ধার

আপনাদের মোবাইল এ রিকভারি ইমেইল বা ফোন নাম্বার আগে থেকে যুক্ত করা থাকলে জিমেইল ইমেইল আইডি মুহূর্তের মধ্যে উদ্ধার করা যাবে। ভুলে যাওয়া ইমেইল এড্রেস উদ্ধার করার সবচেয়ে সহজ উপায় এটি। এক্ষেত্রে উক্ত ইমেইল এর সাথে যুক্ত থাকা রিকভারি ইমেইল বা ফোন নাম্বার এর অ্যাকসেস অবশ্যই আপনাদের কাছে থাকতে হবে। ভুলে যাওয়া জিমেইল আইডি খুঁজে বের করার জন্য করতে হবেঃ

জিমেইল পাসওয়ার্ড উদ্ধার করার উপায়

১ম ধাপঃ গুগল একাউন্টস ইউজারনেম রিকভারি পেজে প্রবেশ করতে হবে।

২য় ধাপঃ এবার ভুলে যাওয়া ইমেইল এড্রেস এর সাথে যুক্ত থাকা রিকভারি ইমেইল এড্রেস বা ফোন নাম্বার লিখে ও Next এ ক্লিক করতে হবে।

৩য় ধাপঃএবার আপনাকে আরেকটি পেইজে নিয়ে আসবে যেখানে আপনার প্রথম নাম ও শেষ নাম দিতে হবে। নাম দেওয়ার পর Next ক্লিক করুন।

৪র্থ ধাপঃ প্রাপ্ত পাসকোড প্রদান করলে লিংক থাকা জিমেইল একাউন্টটি আপনারা খুঁজে পাবেন।

৫ম ধাপঃ মোবাইলে আসা কোড নাম্বারটি দিয়ে নেক্সট (Next) এ ক্লিক করুন।

৬ষ্ঠ ধাপঃ এখন আপনাকে নতুন করে পাসওয়ার্ড দিতে বলবে, আপনার মনে থাকে এরকম পাসওয়ার্ড একবার পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখুন আরেকবার এই পাসওয়ার্ডটি দিতে বলছে মানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর save password ক্লিক করুন।

৭ম ধাপঃ সেভ পাসওয়ার্ডে ক্লিক করার পর পরের পেইজে নিয়ে যাবে যেখানে continue to gmail এ ক্লিক করতে হবে, তাহলে আপনার মেইলটি ওপেন হয়ে যাবে।

পাসওয়ার্ড ম্যানেজার

বন্ধুরা পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে ইমেইল বা পাসওয়ার্ড ভুলে যাওয়ার মত বিব্রতকত অবস্থা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। আপনারা যদি লগিন এর সময় পাসওয়ার্ড ম্যানেজারে লগিন এর তথ্য সেভ এর অপশন সিলেক্ট করে থাকেন, তবে আপনাদের ইমেইল এড্রেস হারানোর কোনো সম্ভাবনা নেই। আপনারা ভুলে গেলেও আপনাদের পাসওয়ার্ড ম্যানেজার ঠিকই উক্ত তথ্য জমা রাখবে। তাই সম্ভব হলে এখন থেকে পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার শুরু করতে পারেন, যা পরে বিভিন্ন কাজে আসতে পারে।

লগিন পেজ

বন্ধুরা প্রতিটি ইমেইল প্রোভাইডারের একটি লগিন পেজ রয়েছে যেখান থেকে একাউন্ট রিকভার এর রিকুয়েস্ট করা যায়। এখানে লগিন এর তথ্য হিসেবে আপনাদের ইমেইল এড্রেস প্রদান করতে বলা হলেও ফোন নাম্বার ব্যবহার করেও লগিন এর সুবিধা প্রদান করতে পারেন অনেক সার্ভিস প্রোভাইডার। লগিন পেজে থাকা এসব অপশন ব্যবহার করে বেশ সহজে ভুলে যাওয়া ইমেইল রিকভার করা যায়।

অন্যদের সাহায্য নেওয়া

বন্ধুরা আপনাদের ইমেইল আইডি যদি ইতিমধ্যে ফেসবুক এর মত কোনো ওয়েবসাইটে ব্যবহার করে থাকেন, তবে তা খুব সহজে খুঁজে বের করতে পারেন। আবার কাউকে ইতিমধ্যে উক্ত ইমেইল মেসেজ করে পাঠিয়ে থাকলে সেই ব্যক্তির ইনবক্স থেকে ইমেইল ও উদ্ধার করতে পারেন। আবার উক্ত ইমেইল ব্যবহার করে কাউকে ইমেইল পাঠিয়ে থাকলে তাদের ইনবক্সে চেক করতে বলতে পারেন উক্ত ইমেইল।

রিকভারি ইমেইল

বন্ধুরা আমরা ইতিমধ্যে জেনেছি আগে থেকে ব্যাকাপ ইমেইল এড্রেস যে কোনো ধরনের ইমেইল একাউন্টে যুক্ত করার সুবিধা সম্পর্কে। অধিকাংশ ইমেইল সার্ভিস প্রোভাইডার একটি রিকভারি ইমেইল এড্রেস যুক্ত করার সুবিধা দিয়ে থাকে। এই রিকভারি এড্রেস দ্বারা আসল ইমেইল ভুলে গেলে তা উদ্ধার করা যাবে।

আবার আপনারা বা যেকেউ ইমেইল একাউন্টে লগিন করার সময় সতর্কতা হিসেবে রিকভারি ইমেইলে ওয়ার্নিং পাবেন। রিকভারি ইমেইল ব্যবহার করে ব্যাকাপ ইমেইল এড্রেসে লগিন বা অ্যাকসেস লিংক রিকুয়েস্ট পাঠানো যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *