আমরা অনেকেই বিভিন্ন রকম চাকরির প্রত্যাশী বা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক সে সকল স্থানে জেতার জন্য সাতজন বীরশ্রেষ্ঠের নাম পদবী সহ বিভিন্ন তথ্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমরা আলোচনা করব সাতজন বীরশ্রেষ্ঠের নাম, পদবী, জন্মস্থান, জন্ম তারিখ, কর্মসংস্থান, শহীদ হওয়ার তারিখ, সমাধি স্থান ও অন্যান্য তথ্যাবলী সম্পর্কে জানতে সম্পূর্ণ অংশটি মনোযোগ দিয়ে পড়ুন।
অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে গিয়ে দেখি সাতজন বীরশ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে যে কোন একজন এর সম্পর্কে আসছে। এই প্রশ্নগুলো সাধারন ব্যাপার। প্রতিযোগিতামূলক সব সময় নিজেকে প্রস্তুত করে রাখা প্রয়োজন না হলে নিজেকে টিকিয়ে রাখাটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তাই কখনো ছোট বিষয় গুলোকে অবহেলা করাটা একদমই ঠিক না। তাই আমি নিচে সাতজন বীরশ্রেষ্ঠ ব্যক্তির নাম পদবী জন্মস্থান জন্ম তারিখ কর্মসংস্থান শহীদ হওয়ার তারিখ সমাধি স্থান গুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি।
নামঃ মোস্তাফা কামাল
- জন্মস্থানঃ ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে।
- জন্ম তাংঃ ১৬ ডিসেম্বর ১৯৪৭ সাল
- পিতাঃ হাবিবুর রহমান মন্ডল
- মাতাঃ মোসাম্মাৎ মালেকা বেগম
- কর্মস্থলঃ সেনাবাহিনী যোগদানঃ ১৯৬৮ সাল
- পদবীঃ সিপাহী অংশরত
- মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
- মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
- সমাধি স্থানঃ ব্রাক্ষ্মনবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে
নামঃ মোহাম্মদ হামিদুর রহমান
- জন্মস্থানঃ বর্তমান ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার খোরদাখালিশপুর গ্রামে জন্মগ্রহন করেন ।
- জন্ম তাংঃ ২ ফ্রেব্রুয়ারি ১৯৫৩ সাল
- পিতাঃ আক্কাস আলী
- মাতাঃ কায়দাছুন্নেসা
- কর্মস্থলঃ সেনাবাহিনী
- যোগদানঃ ১৯৭০ সালে
- পদবীঃ সিপাহী অংশরত
- মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৪নং সেক্টর
- মৃত্যুঃ ২৮ অক্টোবর ১৯৭১ সাল
- সমাধি স্থানঃ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান
নামঃ মুন্সি আব্দুল রউফ
- জন্মস্থানঃ ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে ।
- জন্ম তাংঃ ১ মে ১৯৪৯ সাল
- পিতাঃ মুন্সি মেহেদি হোসেন
- মাতাঃ মোছাঃ মুকিদুন্নেছা
- কর্মস্থলঃ ই পি আর (ইস্ট পাকিস্তান রাইফেলস
- যোগদানঃ ৮ মে ১৯৬৩ সাল
- পদবীঃ ল্যান্স নায়েক অংশরত
- মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১ নং সেক্টর
- মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
- সমাধি স্থানঃ রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে
সাতজন বীরশ্রেষ্ঠের নাম, পদবী ও জন্ম তারিখ
নামঃ রুহুল আমিন
- জন্মস্থানঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বাগপাদুরা গ্রামে জন্মগ্রহন করেন ।
- জন্ম তাংঃ ১৯৩৪ সালের জুন মাসে
- পিতাঃ মোঃ আজহার পাটোয়ারী
- মাতাঃ মোছাঃ জুলেখা খাতুন
- কর্মস্থলঃ নৌবাহিনী
- পদবীঃ স্কোয়াড্রন ইন্জিনিয়ার অংশরত
- মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১০ নং সেক্টর
- মৃত্যুঃ ১০ ডিসেম্বর ১৯৭১ সাল
- সমাধি স্থানঃ রুপসা ফেরিঘাটের লুকপুরে ।
মহিউদ্দিন জাহাঙ্গীর
- জন্মস্থানঃ বরিশাল জেলার বাবুগন্জ থানার রহিমগন্জ গ্রামে ।
- জন্ম তাংঃ ৭ই মার্চ ১৯৪৯ সালে
- পিতাঃ আব্দুল মোতালেব হাওলাদার
- মাতাঃ মোসাম্মাৎ সাফিয়া বেগম
- কর্মস্থলঃ সেনাবাহিনী
- যোগদানঃ ১৯৬৭ সালে
- পদবীঃ ক্যাপ্টেইন অংশরত
- মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৭ নং সেক্টর
- মৃত্যুঃ ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে
- সমাধি স্থানঃ চাঁপাইনবাবগন্জের সোনা মসজিদ প্রাঙ্গন
মতিউর রহমান
- জন্মস্থানঃ ঢাকা শহরের আগা সাদেক রোডের ১০৯ নম্বর বাড়ি।
- জন্ম তাংঃ ২৯ অক্টোবর ১৯৪১ সালে
- পিতাঃ মৌলবি আব্দুস সামাদ
- মাতাঃ সৈয়দা মোবারুকুন্নেসা
- কর্মস্থলঃ বিমান বাহিনী
- যোগদানঃ ১৯৬১ সালে
- পদবীঃ ফ্লাইট লেফট্যানেন্ট
- মৃত্যুঃ ২০ আগস্ট ১৯৭১ সালে
- সমাধি স্থানঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।
নূর মোহাম্মদ শেখ
- জন্মস্থানঃ নড়াইল জেলার মহেষখোলা গ্রামে
- জন্ম তাংঃ ২৬ ফ্রেব্রুয়ারী ১৯৩৬ সাল
- পিতাঃ মোঃ আমানত শেখ
- মাতাঃ জেন্নাতুন্নেসা
- স্ত্রীঃ তোতাল বিবি
- কর্মস্থলঃ ই পি আর
- যোগদানঃ ১৯৫৯ সাল
- পদবীঃ ল্যান্স নায়েক অংশরত
- মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
- মৃত্যুঃ ৫ সেপ্টেম্বর ১৯৭১ সাল
- সমাধি স্থানঃ যশোরের কাশিপুর নামক স্থানে।
সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখতে পারেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার প্রয়োজনীয় তথ্যের কথা আমাদের জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার।