22 ক্যারেট গোল্ড রেট: সম্মানিত ভিজিটরস আপনাদের সবাইকে জানাই সাকসেস বিডিনেট ওয়েবসাইটে এর পক্ষ থেকে স্বাগত। বন্ধুরা বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক নির্ধারিত বর্তমানে বাংলাদেশে আজকের স্বর্ণের দাম ২০২৩ সম্পর্কে এখান থেকে জানতে পারবেন। আমরা সবাই জানি স্বর্ণ সাধারণত 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট এবং 24 ক্যারেটের হয়ে থাকে।
18 ক্যারেটের স্বর্ণের মূল্য তুলনামূলক কম হলেও 24 ক্যারেট এর সোনার মূল্য কিন্তু থেকেই যায় । 22 ক্যারেট স্বর্ণ সর্বাধিক জনপ্রিয় এবং চাহিদা বেশি হওয়ায় আজকে এই পোস্টে আমরা 22 ক্যারেট স্বর্ণের মূল্যসহ বাংলাদেশ অ্যাভেলেবল সমস্ত ক্যারেটের স্বর্ণের ভরির মূল্য সম্পর্কে এখানে আলোচনা করব।
আরও পড়ুন: ফোন আপডেট দিবো কিভাবে। অ্যান্ড্রয়েড ভার্সন কিভাবে আপডেট করবেন
22 ক্যারেট গোল্ড রেট ২০২৩
বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে স্বর্ণের চাহিদা শুধু বাংলাদেশে নয় বিশ্বের যেকোন প্রান্তেই স্বর্ণের চাহিদা রয়েছে। বিভিন্ন বাজেটের মধ্যে স্বর্ণ ক্রয় করতে হলে স্বর্ণের দাম জানা যেমন জরুরি তেমনি স্বর্ণের কোয়ালিটি ও ভালো করে জানা জরুরী। বাংলাদেশ এবং ভারতের সাধারণত 22 ক্যারেট স্বর্ণ বেশি বিক্রি হয়ে থাকে। কারণ 22 ক্যারেটের স্বর্ণের মধ্যে পিউরিটি ৯১.৬০ %। অন্যদিকে ২১ ক্যারেট এর মধ্যে পিউরিটি ৮৭.৫০%।
সুতরাং বন্ধুরা আপনাদের বাজেট বেশি হয়ে থাকলে 24 ক্যারেটের স্বর্ণের অধিক মূল্যের বিনিময়ে ক্রয় করতে পারেন। অপরদিকে যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে তাহলে সাধারণত 18 ক্যারেট অথবা 22 ক্যারেট স্বর্ণ ক্রয় করার কথা আমরা সাজেস্ট করি। কাজেই কথা না বাড়িয়ে স্বর্ণ কেনাবেচার মাধ্যমে নিজেকে না ঠকাতে চাইলে আজকের স্বর্ণের দাম বাংলাদেশ কত তা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
স্বর্ণের হিসাব
অনেকে আছেন স্বর্ণের সঠিক হিসাব জানে না। তাই আমরা আপনাদের জন্য স্বর্ণের সঠিক হিসেব নিয়ে এসেছি। প্রতি ভরি হিসেবে নিচে দেয়া হল:
বাংলাদেশে এ হিসেব ব্যবহার করা হয়-
1 ভরি = ১৬ আনা।
\১ ভরি = ৯৬ রতি।
.১ আনা = ৬ রতি।
আন্তর্জাতিক পরিমাপের এ হিসেব করা হয়-
১ আউন্স = ২.৪৩০৫ ভরি।
/১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম।
-১ ভরি = ০.৪১১৪৩ আউন্স।
১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম।
আজকের স্বর্ণের দাম বাংলাদেশে ২০২৩
বন্ধুরা স্বর্ণের দাম যেহেতু প্রতি সপ্তাহে উঠানামা করে তাই স্বর্ণ ক্রয় করার আগে অবশ্যই অনলাইন ভিত্তিক আপডেট কিছু দাম জেনে নেওয়া আপনাদের জন্য য়জরুরী । দালালের খপ্পরে পড়ে আপনারা যাতে নিজেদের অর্থ সঠিক স্থানে ব্যবহার করতে পারেন সেজন্য আজকের গোল্ড রেট বাংলাদেশের জন্য নিচে দেওয়া হয়েছে-
Title |
Per Gram Price |
22 KARAT |
7910 BDT |
21 KARAT |
7550 BDT |
18 KARAT |
6470 BDT |
TRADITIONAL METHOD |
5390 BDT |
22 KARAT SILVER (CADMIUM) |
147 BDT |
21 Carat SILVER |
140 BDT |
18 Carat SILVER |
120 BDT |
SILVER (Sanaton) |
90 BDT |
বাংলাদেশে বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম কত?
বর্তমানে বাংলাদেশে এক ভরি সোনার দাম এবং ক্যারেট ভিত্তিক নিচে দেওয়া হয়েছে । ক্যারেট এবং ভরি এক জিনিস নয়। বাংলাদেশ যেহেতু তারপরই হিসেবে স্বর্ণ কেনাবেচা হয় তাই নিচে বাংলাদেশের এক ভরি স্বর্ণ বিভিন্ন ক্যারেট অনুসারে নিচে দেওয়া হল-
২২ ক্যারেট = প্রতি ভরি 75,000 টাকা।
২১ ক্যারেট = প্রতি ভরি 68,811 টাকা।
১৮ ক্যারেট = প্রতি ভরি 60,064 টাকা।
সনাতন পদ্ধতিতে = প্রতি ভরি 49,742 টাকা।
22 ক্যারেট স্বর্ণের দাম আপনাদের সাধ্যের মধ্যে আছে কিনা আপনাদের বিশ্বস্ত জুয়েলার্সের দোকান আছে কিনা তা ভালোভাবে জেনে স্বর্ণ ক্রয় করা উচিত। কারণ আপনারা হয়তো বুঝতেই পারবেন না 22 ক্যারেট স্বর্ণ আপনাদেরকে দিয়েছে নাকি 18 ক্যারেট স্বর্ণ দিয়ে চালিয়ে দিয়েছে তা বোঝার ক্ষমতা আপনাদের থাকতে হবে। এজন্য বিশ্বাস এখানে খুব গুরুত্বপূর্ণ।
Related